-
Notifications
You must be signed in to change notification settings - Fork 3
Email Config
Xpert Stack থেকে দেয়া মেইলটি আমদের দৈনিক ব্যবহৃত ই-মেইলের সাথে এড করে নেয়া আআ কনফিগ করে নেয়ার ধাপ গুলো নিম্নে প্রকৃয়াধীন:
১: সর্ব প্রথম আমরা যে মেইলটি ইউজ করবো সেটা তে লগইন করি এবং সেটিং অপশনে ক্লিক করি। এখন Accounts and Import অপশনে ক্লিক করি। যেমন: এবং POP3 এর Add a mail account you own এ ক্লিক করি।
২: ক্লিক করার পর একটি নতুন উইনডো চালু হবে এবং এখনে Email address এ Xpert Stack এর ই-মেইলটা দেই বুঝানোর স্বার্থে আমার ই-মেইল ব্যবহার করতেছি। যেমন: । এরপর next এ ক্লিক করি।
৩: ইউজার নেম এর জায়গায় উক্ত মেইলটা দেই এবং পাসওয়ার্ডে উক্ত মেইলের পাসওয়ার্ড দেই। যে POP Server চলতেছে এখানে লিখি server162.web/hosting.com এবং port এ 995 সিলেক্ট করি। এরপর Always use a secure connection (SSL) when retrieving mail তে টিক চিহ্ন দেই এবং Add Account এ ক্লিক করি।
৪: সব ঠিকঠাক হলে লেখা আসবে your mail is added এখন yes I able to make এ ক্লিক করি এবং next এ ক্লিক করি।
৫: এখন smtp এর জায়গায় আগে যে server টা ইউজ করছি সেটা দেই এবং আগের ইউজার নেম এবং পাসওয়ার্ড টা বসাই এবং পোর্টে ৪৬৫ বসাই এবং Add Account এ ক্লিক করি।
৬: এখন হলো ইম্পরটেন্ট কাজ, মেইলটাকে ভেরিফাই করার জন্য ওয়েব মেইলে লগইন করি এর জন্য xpertstack.org:2096 এ যেয়ে কোম্পানির ই-মেইলটি এবং এর পাসওয়ার্ড টি দিয়ে লগইন করি। এখানে যে কোডটি ই-মেইলে আসছে সেটি দেই। তাহলেই আপনার একাউন্টটি কনফিগ হয়ে যাবে।।।
Created & Maintained by Team Xpert Stack